skip to Main Content
আর্কা ফ্যাশন উইক: আসছে দ্বিতীয় আসর

আবারও অনুষ্ঠিত হতে চলেছে আর্কা ফ্যাশন উইক। বাংলাদেশের ফ্যাশনকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে
দ্বিতীয় বছরের প্রথম আসর অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৬ জুন ২০২৪; সকাল ১১ থেকে রাত ১০টা। রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে। আর্কা ফ্যাশন উইক সামার ২০২৪ শিরোনামে। শনিবার (১১ মে ২০২৪) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বলে রাখা ভালো, আর্কা ফ্যাশন উইক প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ২৬ থেকে ২৮ অক্টোবর ২০২৩। উপস্থিত হয়েছিলেন সাত হাজার দর্শনার্থী। এই সংখ্যাই বলে দেয় আর্কা ফ্যাশন উইকের জনপ্রিয়তা।

গতবারের একটি বিশেষ উদ্যোগ ছিল আর্কা স্টুডিও। এবারও আর্কা স্টুডিও ডিজাইনার ও ব্র্যান্ডদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আর্কা ফ্যাশন উইকের মূল উদ্দেশ্য পোশাক রপ্তানিকারক থেকে ফ্যাশন রপ্তানিকারক দেশে বাংলাদেশের উন্নীত হওয়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করা। পাশাপাশি আমাদের সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে বাংলাদেশি ব্র্যান্ড ও রিটেইল লেবেলগুলোর সাফল্যে অবদান রাখা।

এবারে ইভেন্টে থাকছে বিশেষভাবে কিউরেট করা শীর্ষ ব্র্যান্ড আর ডিজাইনারদের রানওয়ে শো এবং পোশাক ও আনুষঙ্গ সংগ্রহের প্রদর্শনী। তা ছাড়া এ এমন একটা ইভেন্ট যেখানে ফ্যাশন সচেতনরা অনায়াসে তাদের নিজস্ব স্টাইল উপস্থাপন করতে পারবেন।

গেল আসরের মতো এবারও আর্কা ফ্যাশন উইকে ফুড জোন ছাড়াও থাকবে প্রতি রাতে বিভিন্ন মিউজিক্যাল পারফরমেন্স। এছাড়া আরো থাকছে মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব, দ্য রানওয়ে এবং প্রদর্শনী ও সেমিনার।

আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার। আয়োজক আজরা মাহমুদ, তাহসিন এন চৌধুরী, অমিয়া খুন্দকার, আফশান সাত্তার, শিফা মামুন, নওশিন খায়ের, শেখ সাইফুর রহমান, মেহরুজ মুনির ও জারিন রাশিদ। স্ট্র্যাটেজিক পার্টনার আলোকি, ভাই ভাই প্রোডাকশনস, ব্লিৎজ, আইসটুডে, হাল ফ্যাশন।

আরও তথ্যের জন্য লগইন করতে পারেন: www.arkafw.com। সামাজিকমাধ্যম: www.Facebook.com/arkafashionweek, Instagram: @arkafashionweek।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top