ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটের নাম আমরা প্রায় শুনে থাকি। তেমনি একটি সামাজিক যোগাযোগের মাধ্যম চ্যাটিং অ্যাপ। এবার চ্যাটিং অ্যাপের জগতে যুক্ত হলো আরেকটি নাম।
ইয়াহু নিয়ে আসছে তাদের গ্রুপ চ্যাটিং অ্যাপ স্কুইরেল। ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির জন্য তৈরি করা হয়েছে অ্যাপটি। গুগল প্লেতে বা অ্যাপ স্টোরে আমন্ত্রিতরা এ অ্যাপ পরীক্ষা করার সুযোগ পাবেন।
অ্যাপটিতে মূলত গ্রুপ চ্যাটকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই অ্যাপের বিশেষত্ব হলো নির্দিষ্ট মানুষ ও নির্দিষ্ট বিষয় নিয়ে গ্রুপ চ্যাট রুম তৈরি করা যাবে। এ ছাড়া প্রাইভেট চ্যাটের জন্য থাকবে সিক্রেট রুম এবং নোটিফিকেশন বন্ধ করার জন্য থাকবে মিউট অপশন। ম্যাসেঞ্জারের মতো এখানেও প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকবে। অন্যান্য অ্যাপের মতো এই অ্যাপেও আপলোড করা যাবে কোনো ছবি, ডকুমেন্ট ও লিংক। গুগল প্লেতে পাওয়া বর্ণনা অনুযায়ী জানা যায় এই অ্যাপ ডিসকর্ড ও স্ল্যাক অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য বানানো হয়েছে।