ত্বকের বিভিন্ন সমস্যায় রয়েছে হরেক রকম ফেসপ্যাক। ফলও পাওয়া যায় নানাভাবে। কফি পান করেন সবাই। কিন্তু ত্বকের যত্নে এটি হতে পারে মোক্ষম দাওয়াই। বলিরেখা ও শুষ্কতা দূর করে ত্বক মসৃণ ও টানটান রাখতে কার্যকর ফল দিতে সক্ষম। এ জন্য কফি দিয়ে তৈরি করে নিতে হবে ফেসপ্যাক।
প্রথমে এক টেবিল চামচ কফি পাউডার নিতে হবে। তারপর এতে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে, পেস্টটি যেন মিহি হয়। এরপর মিহি পেস্টটি ঢেকে রাখতে হবে আধঘণ্টা।
এটি মাখার আগে ত্বক কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া ভালো। পরে তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। ত্বকে প্যাকটি মেখে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করা জরুরি। শুকিয়ে গেলেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর ফেসওয়াশ ব্যবহারের প্রয়োজন নেই। ভালো ফলের জন্য সপ্তাহে দুবার ব্যবহার করতে হবে।
কফির ফেসপ্যাক ব্যবহারে ত্বক হয়ে ওঠে মসৃণ, টানটান। কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ক্যাফেইন ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে দেয়।