ঈদ আনন্দের নানামুখী প্রস্তুতির অন্যতম অনুঘটক পোশাক-পরিচ্ছদ। তাই এবারের ঈদ আয়োজনে কে ক্র্যাফট নিয়ে এসেছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সব বয়সের জন্য ট্রেন্ডি পোশাক। কে ক্র্যাফট ডিজাইনার গ্রুপ নানা ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে আধুনিকতার আদলে। প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কিছু হাতের কাজ ও হাতের কাজের সুনিপুণ নকশাকে নতুন রূপে সাজিয়েছে পোশাকে। নকশিকাঁথা, ভরাট, গুজরাটি, ক্রস, কাশ্মীরি, স্টিচ মোটিফকে প্রিন্টে ফুটিয়ে তুলে বৈচিত্র্যময় কাপড়ে ও প্যাটার্নে করা হয়েছে ঈদের আয়োজন। এ ছাড়া মোগলীয়, জ্যামিতিক, ইসলামিক সেলটিক আর্ট ইত্যাদি মোটিফ নিয়ে সাজানো হয়েছে পোশাক।
গাঢ় ও উজ্জ্বল রং এবং প্যাটার্নে ক্ল্যাসিক ও আধুনিক- দুটি রূপই বিদ্যমান। কালো, সোনালি, নীল, গোলাপি, সবুজ, মেরুন, কফি, বার্গেন্ডি, বাদামি, মিষ্টি গোলাপি, কোরাল, ফিরোজা- এমন নানা রঙে সাজানো হয়েছে ঈদের কালেকশন। সব বয়সের সব আইটেমে রয়েছে নতুনত্বের ছোঁয়া।
এবারের ঈদ আয়োজন পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের সব আউটলেট ও অনলাইন স্টোরে। এবং কে ক্র্যাফটের সব শাখা এবং অনলাইন স্টোরে সব পোশাকের ওপর থাকছে ২০% মূল্যছাড়।