আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একটি প্রমোশনাল ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। ‘আসবে ইদ হাসবে ঘর’ শীর্ষক ক্যাম্পেইনটির আওতায় পণ্য ক্রয়ে ক্রেতারা নানা অফার উপভোগ করতে পারবেন। পুরো জুলাই মাস জুড়েই দেশব্যাপী ক্যাম্পেইনটি চলবে।
ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা টেলিভিশন ক্রয়ে ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পেতে পারেন। এ প্রতিকূল সময়ে ক্রেতাদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে স্যামসাং টেলিভিশন ক্রয়ে ক্রেতাদের জন্য বিভিন্ন বান্ডেল অফার নিয়ে এসেছে। বান্ডেল অফারে ক্রেতারা যদি ৫০ ইঞ্চি কিংবা তদূর্ধ্ব আকারের টেলিভিশনের সাথে সাউন্ড বার ক্রয় করতে চান, সেক্ষেত্রে সাউন্ড বার ক্রয়ে তারা ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। অন্য বান্ডেল অফারের আওতায় ক্রেতারা যদি রেফ্রিজারেটর কিংবা ওয়াশিং মেশিনের সাথে টেলিভিশন ক্রয় করতে চান, তাহলে তারা ৫ হাজার টাকা অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্যামসাং টেলিভিশন ক্রয়ের ক্ষেত্রে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছে। এ ছাড়া, ক্রেতারা চার বছর পর্যন্ত বর্ধিত প্যানেল ওয়্যারেন্টি সুবিধা পেতে কেয়ারপ্যাক ক্রয় করতে পারবেন।
মাংস ও পণ্য সামগ্রী রাখার জন্য রেফ্রিজারেটর ক্রয়ে স্যামসাং ক্রেতাদের দিচ্ছে ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এ ক্ষেত্রেও, ক্রেতারা রেফ্রিজারেটর ক্রয়ে ২৪ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন। ক্রেতাদের সুবিধার জন্য এ ক্যাম্পেইনের আওতায় প্রতিষ্ঠানটি সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরের সাথে মাইক্রোওয়েভ আভেন ক্রয়ে ৫০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে।
ঈদুল আজহায় স্যামসাংয়ের যেকোন মাইক্রোওয়েভ আভেন ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এ ছাড়া, অফার চলাকালে এয়ার কন্ডিশনার কেনায় ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। ওয়াশিং মেশিন ক্রয়ে পাবেন ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।
এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমাদের অগ্রাধিকারের মূলে রয়েছে ক্রেতা সন্তুষ্টি। এজন্য, ক্রেতা ও তাদের পরিবারের সুবিধার্থে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। বৈশ্বিক মহামারি ইতোমধ্যেই আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং এ সময়ে ঈদুল আজহার প্রাক্কালে বিভিন্ন অফার নিয়ে ক্রেতাদের পাশে থাকতেই আমাদের নতুন এ ক্যাম্পেইন। এ সময়ে প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়ে এ ক্যাম্পেইন তাদের জন্য সহায়ক হবে।’
ক্রেতারা সরাসরি শো-রুম থেকে পণ্য ক্রয়ে এ অফারগুলো উপভোগ করতে পারবেন। পাশাপাশি, অনলাইনে পণ্যক্রয়েও এ ক্যাম্পেইনের অফারগুলো উপভোগ করা যাবে। এ ক্ষেত্রে, স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনেই ক্রেতাদের বাড়িতে পণ্য পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।