রাজধানীর গুলশানে উদ্বোধন করা হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ইয়েলোর ফ্লাগশিপ শোরুম। শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গুলশান অ্যাভিনিউ আজাদ মসজিদের বিপরীতে নতুন এই আউটলেট উদ্বোধন করেন। দশ হাজার বর্গফুটের ইয়েলোর এই ফ্লাগশিপ শোরুমে সব বয়সী ক্রেতাদের জন্য থাকছে পোশাক ও অ্যাকসেসরিজ। অনুষ্ঠানে বেক্সিমকোর চেয়ারম্যান এ এস এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, পরিচালক শাহরিয়ার রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হুসাইন, ইয়েলোর নির্বাহী পরিচালক শেহরিয়ার বার্নি, হেড অব রিটেইল হাদি এস এ চৌধুরীসহ গণমাধ্যমব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন উপলক্ষে শেহরিয়ার বার্নি বলেন, আমার বিশ্বাস, ইয়েলোর গুলশান ফ্লাগশিপ শোরুম ফ্যাশন-সচেতন সব ক্রেতাকে আকর্ষণ করবে। বাংলাদেশে প্রথমবারের মতো এই শোরুমে থাকছে পারসোনাল শপিং কর্নার। আন্তর্জাতিক মানে সাজানো এই শোরুমে কেনাকাটায় ক্রেতাদের জন্য হবে এক দারুণ অভিজ্ঞতা।
ফ্যাশন-সচেতন তরুণদের পছন্দ মাথায় রেখে ২০০৪ সালে ইয়েলোর যাত্রা শুরু। দেশে ও দেশের বাইরে ব্র্যান্ডটির ১৯টি শোরুম রয়েছে।