ক্যানভাস রিপোর্ট
রোববার (৫ ফেব্রুয়ারি ২০২৩) দিবাগত রাতে, লস অ্যাঞ্জেলেসের ক্রিপটো ডটকম অ্যারেনায় বসেছিল মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসর। মিউজিক ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের দ্য রেকর্ডিং একাডেমি।
এবারও এ আসর ঘিরে বসেছিল তারকাদের মিলনমেলা। রেড কার্পেটে উঠেছিল ফ্যাশনের চোখ ধাঁধানো ঝড়! তার কিছু নমুনায় চোখ রাখা যাক, বিজয়ীদের তালিকার ফাঁকে ফাঁকে।
গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ী যারা:
- অ্যালবাম অব দ্য ইয়ার: হ্যারি স্টাইলস [হ্যারি’স হাউস]
- বেস্ট নিউ আর্টিস্ট: সামারা জয়
- রেকর্ড অব দ্য ইয়ার: লিজু [অ্যাবাউট ড্যাম টাইম]
- সং অব দ্য ইয়ার: বনি রেইট [জাস্ট লাইক দ্যাট]
- বেস্ট পপ সলো পারফরম্যান্স: অ্যাডেল [ইজি অন মি]
- বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: বিয়ন্সে [রেনেসাঁ]
- বেস্ট র্যাপ অ্যালবাম: কেনড্রিক ল্যামার [মি. মোরাল অ্যান্ড দ্য বিগ স্টেপারস]
- বেস্ট মিউজিকা আরবানা অ্যালবাম: ব্যাড বানি [আন ভেরানো সিন তি]
- বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: স্যাম স্মিথ ও কিম পিট্রাস [আনহোলি]
- বেস্ট কান্ট্রি অ্যালবাম: উইলি নেলসন [আ বিউটিফুল টাইম]
- বেস্ট আরঅ্যান্ডবি সং: বিয়ন্সে [কাফ ইট]
- বেস্ট পপ ভোকাল অ্যালবাম: হ্যারি স্টাইল [হ্যারি’স হাউস]
- বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং: বিয়ন্সে [ব্রেক মাই সোল]
- বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: উটার কেলারম্যান, জেকস ব্যান্টউইনি, নমকেবো জিকোদে [বেইথি]
- বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স: উইলি নেলসন [লাইভ ফরেভার]
- বেস্ট আরঅ্যান্ডবি পারফরম্যান্স: মিউনি লং [আওয়ারস অ্যান্ড আওয়ারস]
- বেস্ট র্যাপ পারফরম্যান্স: কেনড্রিক ল্যামার [দ্য হার্ট পার্ট ফাইভ]
- বেস্ট মেটাল পারফরম্যান্স: অজি অসবর্ন ফিচারিং টনি ইয়োমি [ডিগ্রেডেশন রুলস]
- বেস্ট রক পারফরম্যান্স: ব্র্যান্ডি কার্লি [ব্রোকেন হর্সেস]
- বেস্ট রক অ্যালবাম: অজি অসবর্ন [প্যাশেন্ট নাম্বার নাইন]
- বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: ওয়েট লেগ [ওয়েট লেগ]
- বেস্ট ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স: বিয়ন্সে [প্লাস্টিক অব দ্য সোফা]
- বেস্ট প্রগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: স্টিভ লেসি [জামিনি রাইটস]
- বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: রবার্ট গ্ল্যাসপার [ব্ল্যাক রেডিও থ্রি]
- বেস্ট র্যাপ সং: কেনড্রিক ল্যামার [দ্য হার্ট পার্ট ফাইভ]
- বেস্ট কমেডি অ্যালবাম: ডেভ চ্যাপেল [দ্য ক্লোজার]
- বেস্ট ফোক অ্যালবাম: ম্যাডিসন কানিংহাম [রিভিলার]
- বেস্ট কান্ট্রি সং: কডি জনসন [টিল উই কান্ট]
সূত্র: দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক পোস্ট, বিবিসি