চুলের পিএইচ মাত্রা ঠিক রাখতে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন পড়ে। কন্ডিশনার চুলকে নরম ও ঝরঝরে রাখতে সাহায্য করে। সেই কন্ডিশনার যদি ঘরে বসে বানানো যায়, তাহলে তো সোনায় সোহাগা। আপনার নিজের ঘরে থাকা কিছু উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন চুলের কন্ডিশনার। কীভাবে? চলুন, জেনে নেওয়া যাক।
দই ও ডিমের কন্ডিশনার: একটি ডিমের শুধু সাদা অংশ নিয়ে, ভালো করে ফেটিয়ে তাতে দই মেশান। শ্যাম্পু করার ঠিক ১৫ মিনিট আগে মিশ্রণটি আলতো করে চুলে মাখুন। তারপর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুদিন করে টানা এক মাস এ কাজটি করুন। ভালো ফল পাবেন।
ডিম ও অলিভ অয়েল: ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে তাতে অলিভ অয়েল মিশিয়ে নিন। তাতে একটুখানি পানি মেশান। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি ভালো করে চুলে মাখুন। মিশ্রণটি গোসলের আধঘণ্টা আগে মেশাতে হবে। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
নারকেল তেল ও মধুর কন্ডিশনার: নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি চুলে লাগিয়ে ১০ থেকে ১২ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল ঝলমলে হবে।
অ্যাপল সিডার ভিনেগার কন্ডিশনার: দুই চামচ অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে নিন। তারপর চুলে শ্যাম্পু করুন। শ্যাম্পু করার পর আপনার রেগুলার কন্ডিশনার ব্যবহার করুন। পরে চুল ধুয়ে নিয়ে অ্যাপল সিডার ভিনেগারের মিশ্রণটি চুলে লাগিয়ে নিন। কাঙ্ক্ষিত ফল পাবেন।