ফ্যাশনে চকোলেট কালার বেশ জায়গা করে নিয়েছে। বর্তমান ট্রেন্ডগুলোর মধ্যে অন্যতম কোয়াইট লাক্সারিতেও আছে এই কালারের শেডের অবস্থান।
এই কালারের পোশাক কো-অরডিনেট করে অবশ্যই পরতে পারেন। কিন্তু যদি করতে চান মিক্স অ্যান্ড ম্যাচ, তাহলে কী করবেন, সেই বিষয়ে কিছু আইডিয়া শেয়ার করছি।
চকোলেট কালারের সঙ্গে কালো বেছে নিতে পারেন। দুটিই ডার্ক শেড। তবু পাশাপাশি অবস্থান স্বস্তিদায়ক। হলুদে এখন স্পটলাইট। অনেকেই বেছে নিচ্ছেন। আর চকোলেট কালারের সঙ্গে বেশ মানায়।
এলিগেন্ট কম্বিনেশন হিসেবে নাম আছে পার্পেল আর চকোলেটের। সবুজও বেছে নিতে পারেন এই রঙের সঙ্গে। লালের সঙ্গে চকোলেটের সব অবস্থান বেশ আকর্ষণীয়। এটাও বেছে নিতে পারেন।
চকোলেট কালার হেয়ার ডাই এখন জনপ্রিয়। চকোলেট ব্রাউন, ডার্ক চকোলেট শেড– দুই-ই চলছে। হট চকোলেট কালারও আছে।
নেইলপলিশেও আছে চকোলেট। কুল কালার, ওয়ান কোট ওয়ান্ডার, নিউট্রাল ওয়ার্ম– সব-ই।
লিপস্টিকে আছে বেশ কিছু কালেকশন। ম্যাট, ম্যাট লিকুইড, সুপার স্টে ম্যাট, ক্রেয়ন লিপস্টিক, লিপ পেইন্ট– সব-ই আছে।
খাবার হিসেবে জনপ্রিয় এই রং কোনোখানেই অচেনা নয়। ব্যাগ-জুতা-বেল্টের মতো অনুষঙ্গের বাজারেও চাহিদা আছে এর।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন