আজ ৭ জুলাই। বিশ্ব চকলেট দিবস। দুনিয়াতে সবচেয়ে বেশি চকলেট খেয়ে থাকেন সুইজারল্যান্ডবাসীরা। একেকজন গড়ে ৮ কিলো করে !
আবিষ্কারের প্রথম দিকে তেতো খাবার হিসেবে পরিচিতি পেয়েছিল চকলেট। এটি এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। আর চকলেটের সুগন্ধ মনকে দেয় প্রশান্তি।
বিশেষ এইদিনে নিজেকে নিজে উপহার দিতে পারেন একটি চকলেট। সঙ্গে কিনতে পারেন প্রিয় মানুষটির জন্যেও। কোনটি কিনবেন?
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, ২০২২ সাল অবধি বিশ্বে সবচেয়ে জনপ্রিয় চকলেটের তালিকায় ক্যাডবেরি, হারশে, ফেরেরো রচার, গিরারডেলি, নেসলে, মার্স, টোবলেরন, গিলিয়ান।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন