শুরু হয়েছে ১৬তম জাতীয় ফার্নিচার মেলা। নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এ মেলা। আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। মেলায় ৩১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলায় অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিষ্ঠান নতুন নকশার খাট, ডাইনিং টেবিল, আলমারি, সোফাসেট, দোলনা, কিচেন কেবিনেট ইত্যাদি সামগ্রী এনেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানগুলো পণ্যে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। ২১ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব আবু হেনা মোর্শেদ জামান প্রমুখ।