জেন্টেল পার্কের সঙ্গে যুক্ত হলো বেস্ট ইন ব্র্যান্ড। এখন থেকে জেন্টেল পার্কের আউটলেটগুলোতে পাওয়া যাবে বেস্ট ইন ব্র্যান্ড-এর সুগন্ধিপণ্য। বেস্ট ইন ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার সাঈদা শারমিন জেন্টেল পার্কের চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষর করেন। জেন্টেল পার্কের বনানী আউটলেটে এ চুক্তি সাক্ষরিত হয়।
Related Projects