skip to Main Content
টনি অ্যাওয়ার্ডসের লাল গালিচায়

টনি অ্যাওয়ার্ডস। ব্রডওয়ে থিয়েটার প্রবর্তিত আমেরিকান মর্যাদাপূর্ণ বার্ষিক পুরস্কার আয়োজন। চলচ্চিত্রের জন্য অস্কার এবং সংগীতের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ডস যেমন মর্যাদাপূর্ণ, টেলিভিশনের জন্য টনি অ্যাওয়ার্ডসও তেমনই।

১৯৪৭ সালের ৬ এপ্রিল এই অ্যাওয়ার্ডের প্রবর্তন ঘটে। এবার বসেছিল ৭৫তম আসর; রোববার (১২ জুন ২০২২) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। যথারীতি টনি অ্যাওয়ার্ডস ২০২২-এর রেড কার্পেটেও ছিল তারকাদের ঝলমলে উপস্থিতি।

সেই ঝলকে চোখ বোলানোর ফাঁকে ফাঁকে চলুন জেনে নেওয়া যাক এবারের বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা:

সেরা নাটক: দ্য লিম্যান ট্রিলজি

সেরা মিউজিক্যাল: আ স্ট্রেঞ্জ লুপ

সেরা পুনরুজ্জীবিত নাটক: টেক মি আউট

সেরা পুনরুজ্জীবিত মিউজিক্যাল: কোম্পানি

নাটকে কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা: সায়মন রাসেল বেলে [দ্য লিম্যান ট্রিলজি]

নাটকে কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী: ডায়ারড্রে ও’কর্নেল [ডানা এইচ.]

মিউজিক্যালে কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা: মাইলস ফ্রস্ট [এমজে]

বাঁ থেকে– সারা পলসন; শ্যারন ডি ক্লার্ক; হিউ জ্যাকম্যান। ছবি: নিউইয়র্ক পোস্টের সৌজন্যে

মিউজিক্যালে কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী: জোয়াকিনা কালুক্যাঙ্গো [প্যারাডাইস স্কয়ার]

নাটকে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: জেস টেইলার ফারগুসন [টেক মি আউট]

নাটকে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: ফিলিসিয়া রাশাদ [স্কেলটন ক্রু]

মিউজিক্যালে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: ম্যাট ডয়েল [কোম্পানি]

মিউজিক্যালে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: প্যাটি লুপোন [কোম্পানি]

সেরা নাট্য পরিচালক: স্যাম মেন্ডেস [দ্য লিম্যান ট্রিলজি]

বাঁ থেকে– জেরেমি পোপ; জেসিকা চেস্টেইন; বিলি পোর্টর; সাটন ফস্টার। ছবি: নিউইয়র্ক পোস্টের সৌজন্যে

সেরা মিউজিক্যাল পরিচালক: ম্যারিয়েন এলিয়ট [কোম্পানি]

নাটকে সেরা দৃশ্য ডিজাইন: ইস ডেভলিন [দ্য লিম্যান ট্রিলজি]

মিউজিক্যালে সেরা দৃশ্য ডিজাইন: বানি ক্রিস্টি [কোম্পানি]

মিউজিক্যালে সেরা বই: আ স্ট্রেঞ্জ লুপ [মাইকেল আর. জ্যাকসন]

সেরা অরিজিনাল স্কোর [মিউজিক/লিরিক]: সিক্স: দ্য মিউজিক্যাল [মিউজিক ও লিরিক: টবি মার্লো ও লুসি মস]

নাটকে সেরা কস্টিউম ডিজাইন: মন্টানা লেভি ব্ল্যাঙ্কো [দ্য স্কিন অব আওয়ার টিথ]

মিউজিক্যালে সেরা কস্টিউম ডিজাইন: গ্যাব্রিয়েলা স্লেড [সিক্স: দ্য মিউজিক্যাল]

বাঁ থেকে– জর্ডান রথ; মাইকেল আর. জ্যাকসন; সারা সিলভারম্যান; রুথ নেগা। ছবি: নিউইয়র্ক পোস্টের সৌজন্যে

নাটকে সেরা আলোকসজ্জা: জন ক্লার্ক [দ্য লিম্যান ট্রিলজি]

মিউজিক্যালে সেরা আলোকসজ্জা: নাতাশা কাৎস [এমজে]

নাটকে সেরা সাউন্ড ডিজাইন: মিখাইল ফিকসেল [ডানা এইচ.]

মিউজিক্যালে সেরা সাউন্ড ডিজাইন: গ্যারেথ ওয়েন [এমজে]

সেরা কোরিওগ্রাফি: ক্রিস্টোফার হুইলডন [এমজে]

সেরা অর্কেস্ট্রেশনস: সায়মন হেইল [গার্ল ফ্রম দ্য নর্থ কান্ট্রি]

 

  • সূত্র: ভ্যানিটি, সিএনএন, নিউইয়র্ক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top