ক্যানভাস রিপোর্ট
চলছে উৎসবের মৌসুম। শীতের আগমনীর পাশাপাশি ডিসেম্বর জুড়ে নানা পার্টি ও ইভেন্ট লেগেই থাকবে। মাসের শেষদিনে, নতুন বছরের সূচনা লগ্নে, থার্টি ফার্স্টে বসবে উৎসবের মহাসমারোহ, সে কথা বলাই বাহুল্য।
উৎসবমুখর এ সময়ে ব্যস্ত সময় কাটছে দেশের আলোচিত ডিস্ক জকি (ডিজে) মার্জিয়া কবির সনিকার। সম্প্রতি কক্সবাজারে একটি ইভেন্টে পারফর্ম করে এসেছেন। চলতি মাসে আরও কিছু ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সনিকা জানালেন, করোনা মহামারির কারণে অন্য সকল সেক্টরের মতো ডিজে ইন্ডাস্ট্রিও স্থবির হয়ে পড়েছিল। এখন বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। তবে কাজ করার ক্ষেত্রে একটা সংগঠনের দারুণ অভাব বোধ করেন তিনি। বললেন, দেশে প্রায় সব সেক্টরে অ্যাসোসিয়েশন থাকলেও ডিজেদের তা নেই।
সনিকার ভাষ্য, একটা অ্যাসোসিয়েশন থাকলে বিদ্যমান নানা সমস্যা কাটিয়ে ওঠতে পারতেন ডিজেরা। আরও স্বস্তিতে কাজ করতে পারতেন। আর সেই অভাব পূরণে সিনিয়র ডিজেদের সঙ্গে সম্মিলিতভাবে উদ্যোগও নিয়েছেন তিনি।
আগামী বছর দেশে প্রথমবারের মতো ডিজে অ্যাসোসিয়েশন গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানালেন সনিকা।