বিনামূল্যে যোগাযোগের জন্য অ্যাপ রাকুতেন ভাইবার এর মাই নোটসে নতুন ফিচার চালু হয়েছে। নতুন চালু হওয়া এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কাজ ও গুরুত্বপূর্ণ ইভেন্টের রিমাইন্ডার সেট করতে পারবেন। ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিৎ করে এ ফিচারটি তাদের সকল বার্তা ও রিমাইন্ডার ট্র্যাক করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জন্মদিনের তারিখ মনে রাখা, দূরবর্তী স্থান থেকে পরীক্ষার সময়সূচি ও কনফারেন্স কলের সময় মনে রাখা নানা কাজেই রিমাইন্ডের প্রয়োজন। ভাইবারের মাই নোটসে নতুন যোগ হওয়া এ ফিচারটির ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা নিউ নর্মাল পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে। বার্তা আদান-প্রদানে তারা যে প্ল্যাটফর্ম ব্যবহার করে, সে একই প্ল্যাটফর্মের মাধ্যমে দিনের নানা কাজ লিপিবদ্ধ রাখতে পারবে।
ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের মাই নোটসের যে কোন বার্তায় একটু বেশি সময় ধরে ট্যাপ করতে হবে এবং ‘সেট রিমাইন্ডার’ ট্যাপ করতে হবে। এরপর কোনো বিষয় মনে রাখার জন্য সময় ও তারিখ নির্বাচন করতে হবে এবং ব্যবহারকারী এ সময়সূচির পুনরাবৃত্তি চান কিনা সে বিষয়েও জানতে চাওয়া হবে। পরবর্তীতে, নির্ধারিত দিন ও তারিখ এলে তাদেরকে সে বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হবে। মাই নোটস ফিচারে ব্যবহারকারীর সুবিধার্থে থাকা অন্যান্য বিষয়গুলোর সাথে এ ফিচারটি নতুন করে যুক্ত হয়েছে। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা কাজের জন্য প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ, বিভিন্ন অনুষ্ঠানের তারিখ মনে রাখা ও অন্যান্য উদ্দেশ্যেও ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি, শেষ হয়ে যাওয়া কাজগুলো ‘ডান’ এবং অপ্রয়োজনীয় নোটগুলো অন্যত্র সরিয়ে রাখা যাবে। অন্য চ্যাট থেকে যে বার্তাগুলো মাই নোটসে ফরওয়ার্ড করা হবে সেগুলো কোন জায়গা থেকে তাদের কাছে এসেছে তা ব্যবহারকারী জানতে পারবেন।
রাকুতেন ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জামেনস্কায়া বলেন, ‘আমাদের ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যাদির ওপর নিজেদের নিয়ন্ত্রণ রাখা এবং পরিবর্তিত বাস্তবতার সাথে সাথে নিজেদের মানিয়ে নেয়া প্রয়োজন। আরও দক্ষভাবে একটি অ্যাপেই বার্তা ও প্রয়োজনীয় বিষয়গুলো মনে রাখার বিষয়টি ব্যবহারকারীদের জন্য এখন হবে আরও সহজ এবং এতে তাদের তথ্যও সুরক্ষিত থাকবে।’