মুখের ছোট্ট দাগ নিয়ে চিন্তার যেন শেষ নেই। কারণ এটিই যে সবার চোখে পড়ে। এই দাগ দূর করার জন্য আপনি নামিদামী ব্রান্ডের চড়া দামের ক্রিম ব্যবহার করেছেন তবুও তেমন আশানুরূপ ফল মেলেনি। নামি দামী অনুসঙ্গগুলোও যখন মুখের দাগ দূর করতে ব্যর্থ তখন ঘরোয়া ১০টি উপায় আপনি একবার অবলম্বন করে দেখতে পারেন। এগুলো আপনার মুখের কালো দাগ তো দূর করবেই ত্বকের উজ্জ্বলতাও ফিরে পাবেন৷
I মধু আপনার মুখের দাগ দূর করার পাশাপাশি ত্বকও নরম করবেন৷ নিয়মিত মধু মুখে লাগালে আপনি ফল পাবেন৷ তবে মধুতে কোনও সাইড এফেক্টস হচ্ছে কিনা খেয়াল রাখবেন৷
I শশা ত্বককে ঠান্ডা রাখে৷ তাছাড়া শশার রস দিয়ে ত্বকের কালো দাগ দূর করা যায়৷ আপনার ত্বক শশার রসটা পুরোপুরি টেনে নিলে জল দিয়ে ধুয়ে ফেলুন৷
I আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে আটা, টক দই এবং লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে লাগিয়ে ফেলুন৷ ব্লিচ হিসেবেও কাজ করবে এই মিশ্রণ৷
I অ্যালোভেরা কেটেও মুখে ঘসতে পারেন৷ রোজ এটা করলে আপনার দাগ আসতে আসতে হালকা হয়ে আসবে৷
I পাকা কলার পেস্ট তৈরি করে ফেসপ্যাকের মতো ব্যবহার করুন৷ কিছুক্ষণ রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷
I লবঙ্গ এবং রসুন বেটে একটা মিশ্রণ তৈরি করুন৷ প্রতি রাতে ঘুমনোর আগে দাগের ওপর লাগিয়ে ফেলুন৷ সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন৷
I টমেটো মুখের দাগ কিংবা ট্যানের ওপর খুব ভালো কাজ করে৷ টমেটোর রস বের করে মুখে লাগিয়ে ফেলুন৷ তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন৷
I কাঁচা হলুদ বেটে মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ফেলুন৷ দেখবেন ত্বকের কোমলতার সঙ্গে দাগও হালকা হয়ে গিয়েছে৷
I ব্রনের দাগ দূর করতে, পরিমাণমত চন্দর গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন৷ মুখে লাগিয়ে শুকনো পর্যন্ত অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন৷
I নারকেল তেল প্রতিদিন দাগের ওপর লাগান৷ মাস খানেক ব্যবহার করলে ফল পাবেন৷