প্রতিবছর সেপ্টেম্বরের দ্বিতীয় দিন বিশ্ব নারিকেল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। মূলত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এই দিবস পালন করতে দেখা যায়। নারিকেল পানির বিশেষ দিক নিয়ে এ সময় তাই আলাদা করে গুরুত্ব পেয়ে থাকে।
নিত্যদিন নারিকেল পানি পান করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। কীভাবে? ত্বকের ভাঁজ কমে আসে। ফাইন লাইনসের ক্ষেত্রেও দেখা যায় এমন। ত্বকের আর্দ্রতা বৃদ্ধি পায়। এ কারণে সজীব থাকে ত্বক। টানটান থাকে। ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়ে। উজ্জ্বলতা তখন আরও বেশি দৃশ্যমান হয়। রোজকার রুটিনে রাখতে পারেন নারিকেল পানি।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন