জেনি কিম। জেনি নামে অধিক খ্যাত। দক্ষিণ কোরিয়ান গায়িকা, র্যাপার, গীতিকার ও অভিনেত্রী। অভিনয় করেন অবশ্য জেনি রুবি জেন নামে। তুমুল জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’-এর সদস্য।
২৯ বছর বয়সী এই রূপসী এবার যুক্ত হলেন জগদ্বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের হ্যান্ডব্যাগ কালেকশনের প্রচারণায়। ‘শ্যানেল ২৫ হ্যান্ডব্যাগ’-এর নতুন মডেল তিনি।
সম্প্রতি এই সুপারস্টারকে দেখা গেছে এ পণ্যের মডেল হিসেবে স্টিল ক্যামেরার সামনে। ‘শ্যানেল ২৫ হ্যান্ডব্যাগ আদতে চলাফেরার স্বাধীনতার প্রতীক,’ এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন জেনি।
- ক্যানভাস অনলাইন
ছবি ও সূত্র: হারপার’স বাজার; ইন্টারনেট