skip to Main Content
সিএফডিএ অ্যাওয়ার্ড ২০২৫: কারা পেলেন ‘ফ্যাশনের অস্কার’

সোমবার (৩ নভেম্বর ২০২৫) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে অনুষ্ঠিত হলো সিএফডিএ (কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনারস অব আমেরিকা) ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২৫। আমেরিকান তথা বিশ্ব ফ্যাশনের মর্যাদাপূর্ণ এই পুরস্কার ‘ফ্যাশনের অস্কার’ হিসেবেও খ্যাত।

হারপার’স বাজার-সূত্রে জানা যায়, এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ৩৪ বছর বয়সী মার্কিন গায়িকা ও অভিনেত্রী টিয়ানা টেইলর। আয়োজনে যুক্তরাষ্ট্রের বাঘা-বাঘা ফ্যাশন ডিজাইনার ও ক্রিয়েটিভদের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিভাধরদের উপস্থিতি ছিল।

সিএফডিএ অ্যাওয়ার্ডস ২০২৫ বিজয়ী যারা

আমেরিকান উইমেনসওয়্যার ডিজাইনার অব দ্য ইয়ার: রাফ লরেন

আমেরিকান মেনসওয়্যার ডিজাইনার অব দ্য ইয়ার: টম ব্রাউন

আমেরিকান অ্যাকসেসরি ডিজাইনার অব দ্য ইয়ার: অ্যাশলি অলসেন এবং ম্যারি-কেট অলসেন [দ্য রো]

গুগল শপিং আমেরিকান ইমার্জিং ডিজাইনার অব দ্য ইয়ার: অ্যাশলিন পার্ক [অ্যাশলিন]

অনুষ্ঠানে টম ব্রাউন ও টিয়ানা টেইলর

বিশেষ সম্মাননা পেলেন যারা

ইজাবেল টলেডাে বোর্ড অব ডিরেক্টর’স ট্রিবিউট: অ্যান্ড্রে ওয়াকার

ফাউন্ডার’স অ্যাওয়ার্ড ইন অনার অব ইলিয়ানর ল্যামবার্ট: সিনথিয়া রোলি

জিওফ্রে বিন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: রাফ রুকি

মিডিয়া অ্যাওয়ার্ড ইন অনার অব ইউজেনিয়া শেপার্ড: সারা মুনভস

ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড: অ্যাসাপ রকি

পজিটিভ চেঞ্জ অ্যাওয়ার্ড: দোনাতেল্লা ভারসাচি

ইনোভেশন অ্যাওয়ার্ড প্রেজেন্টড বাই অ্যামাজন ফ্যাশন: জেরি লরেঞ্জো

ইন্টারন্যাশনাল ডিজাইনার অব দ্য ইয়ার: পিয়েটার মুলিয়ের।

  • ক্যানভাস অনলাইন
    ফিচার ছবি: আয়োজনের রেড কার্পেটে উপস্থিত তারকাদের কয়েকজন। [কোলাজ: ক্যানভাস]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top