ক্যানভাস ডেস্ক
শুধুমাত্র শো নয়, শোয়ের বাইরের দৃশ্যপটেও দেখা মিলছে দারুণসব স্টাইলের। স্ট্রিট স্টাইল গেম ২০২২ পাল্টে দিতে সামনে থেকে ভূমিকা রাখছেন বেশ কয়েকজন অভিনেত্রী, মডেল, এডিটর ও ইনফ্লুয়েন্সার।
এই নেক্সট-জেন স্ট্রিট স্টাইল নিয়ে তাই আগ্রহের কমতি নেই ফ্যাশন দুনিয়ায়। দৃশ্যপট পাল্টে দেওয়া এবং স্প্রিং ২০২৩ শোগুলোতেও প্রভাববিস্তারের প্রবল সম্ভাবনা রাখা এমনই কয়েকজনের কথা জানা যাক।

ক্যাটেরিনা ট্যানেনবাম [বাঁয়ে– নিউইয়র্ক, ফল ২০২২, রেডি-টু-ওয়্যার; ডানে– নিউইয়র্ক, স্প্রিং ২০২২, রেডি-টু-ওয়্যার; ছবি: ফিল ওহ/ভোগ ম্যাগাজিনের সৌজন্যে]
আমেরিকান ফিল্ম অ্যাকট্রেস ক্যাটেরিনা ট্যানেনবামকে নিউইয়র্ক ফল ও স্প্রিং ২০২২ শোগুলোর বাইরে, স্ট্রিটে দেখা গেছে রেডি-টু-ওয়্যারে মহিমা ছড়ানোর একাধিক ভঙ্গিমায়। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নিউইয়র্কের ডাউনটাউনে থাকি আমি। সত্যিকারের ফাংশনাল– এমন পোশাক পরা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। এমন পোশাকে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতে আমার দারুণ লাগে। আমার কর্মকান্ডে পরিহিত পোশাকের একটা ইতিবাচক প্রতিফলন আমি টের পাই। এ ছাড়া পোর্টল্যান্ড, অরিগন, এবং নব্বইয়ের দশকের স্কুল এনার্জিও ভালো লাগে আমার। টমবয় ফ্যাশনও আমার প্রিয়। বড় ও লাউড প্রিন্টের পোশাক পরতে আমার ভালো লাগে।’

সালেম মিচেল [বাঁয়ে– নিউইয়র্ক, স্প্রিং ২০২২, রেডি-টু-ওয়্যার; ডানে– স্যাড ডিয়েগো, রিসোর্ট ২০২৩; ছবি: ফিল ওহ/ভোগ ম্যাগাজিনের সৌজন্যে]
২৪ বছর বয়সী আমেরিকান মডেল ও ইনফ্লুয়েন্সার সালেম মিচেল তার স্ট্রিট স্টাইল প্রসঙ্গে বলেন, ‘নিজের শরীরের সঙ্গে মানানসই হওয়ার পাশাপাশি আমার ফ্যাশন উইক স্টাইলের প্রতিনিধিত্ব করে– শুধুমাত্র এমন পোশাকই পরে থাকি আমি। জানি আমি যথেষ্ট হ্যাংলা-পাতলা; আমার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি– যা মডেল হিসেবে হয়তো একটু কমই। তবু বডি টাইপ পোশাকই পরি। আর যদি কোনো ডিজাইনার ড্রেস পরতে হয়, যেমনটা গত ফেব্রুয়ারিতে টরি বার্চের পরেছিলাম, সেক্ষেত্রে আউট-অব-বক্স কিছুই আমার পছন্দ।’

সারা মন্টেইল [প্যারিস, ফল ২০২২ কতুর; ছবি: ফিল ওহ/ভোগ ম্যাগাজিনের সৌজন্যে]
উঠতি কনটেন্ট ক্রিয়েটর ও ডিজাইনার সারা মন্টেইল বলেন, ‘আমি বেশ রংপাগল মানুষ। তাই রঙের ব্যবহার সব সময় ঘটাই। আর আমি মনে করি, আপনার ডিজাইনকৃত পোশাকের মধ্যে আপনার ব্যক্তিত্বের ছাপ পড়া জরুরি। আমি আমার প্রতিটি আউটফিটেই এবং আমার ফ্যাব্রিকের প্যাটার্নগুলোতে নিজ ব্যক্তিত্বের একটুখানি ছাপ ফেলার চেষ্টা চালাই। নিজে যেমনটা অনুভব করি, তার ওপরই নির্ভর করে আমার স্টাইল। বলে রাখি, কখনো একটু বেশি পুরুষালি আবার কখনো একটু বেশি মেয়েলি অনুভূতি ঘিরে রাখে আমাকে!’
এ তালিকায় আরও আছেন মডেল নিনা গ্র্যানিক, ফ্লান্ট ম্যাগাজিনের স্টাইল ডিরেক্টর মুই-হাই চু, কার্লা ওটোর হেড অব ক্রিয়েটিভ ইনসাইট অ্যান্ড ট্রেন্ড অ্যানা রস, মডেল সারা হিরোমি, অ্যান্টিডট স্টাইল অ্যান্ড উইশ অ্যাটলান্টার ফাউন্ডার লরেন আমোস প্রমুখ।
- সূত্র: ভোগ ম্যাগাজিন