নানাবিধ কারণেই স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হতে পারে। কিন্তু অন্যতম কারণ হচ্ছে সঠিক পদ্ধতিতে চার্জ না দেওয়া। জেনে নিন স্মার্টফোন চার্জ দেওয়ার চমৎকার কিছু উপায় ও সতর্কতা।
সারা রাত চার্জ নয়: সার রাত চার্জ দিলে ফোন ওভারচার্জিং হয়ে থাকে, যা ফোনের জন্য ভালো নয়। তা ছাড়া এতে করে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণও ঘটতে পারে।
ফোনের নিজস্ব চার্জার দিয়ে চার্জ দেওয়া: ফোনের সাথে পাওয়া চার্জার দিয়ে চার্জ দিলে ব্যাটারির আয়ু বৃদ্ধি পায়। ফোনের নিজস্ব চার্জার দিয়ে চার্জ দেওয়া না হলে ধীরে ধীরে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা হ্রাস পায়।
কখন চার্জে দেবেন ফোন: ফোনে ২০ শতাংশের ওপর চার্জ থাকলেও চার্জ দেওয়া উচিত নয়। বিপরীত দিকে ব্যাটারি চার্জ শূন্য হওয়ার পরও চার্জে দেওয়া ঠিক না। অপ্রয়োজনীয কারণে চার্জ দিলে ব্যাটারির আয়ু কমে যায়। কমপক্ষে ৫-২০ শতাংশ চার্জ থাকা অবস্থায় ফোন চার্জে দেওয়াই ভালো।
কেস খুলে রাখা: ফোন চার্জে দেওয়ার সময় ব্যাটারি কিছুটা গরম হয়ে যায়। গরমের প্রভাব ফোনজুড়ে ছড়িয়ে পড়ে। তাই অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে চার্জে থাকাবস্থায় ফোনের কেসিং বা কভার খুলে রাখা উত্তম।
পাওয়ার ব্যাংক ব্যবহারের সময়: পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ দেওয়াকালীন ফোন ব্যবহার করা উচিত নয়। কারণ, এর সাহায্যে চার্জ করার সময় ব্যাটারি গরম হয়। সে সময় ফোন ব্যবহার করলে তা আরও গরম হয়ে যায়, যা ব্যাটারির জন্য ক্ষতিকর।
সস্তা চার্জার ব্যবহার না করা: অনেক সময় ফোনের জন্য নির্ধারিত চার্জারটি হারিয়ে বা নষ্ট হয়ে গেলে অনেকেই বাজার থেকে সস্তা ব্র্যান্ডের চার্জার কেনেন। ওসব দিয়ে চার্জ দিলে ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া ছাড়াও চার্জ হতেও সময় বেশি নেয়। তা ছাড়া অ্যাডাপ্টারে সমস্যা হলে ফোন ও ব্যাটারি দুটিই নষ্ট হতে পারে। তাই সস্তা চার্জার ব্যবহার না করাই ভালো।
ব্যাটারি অ্যাপ্লিকেশন: ফোনের জন্য থার্ডপার্টি ব্যাটারি অপটিমাইজ অ্যাপ আছে। এ অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। এতে করে ফোনের চার্জ আরও বেশি ব্যয় হয়। তা ছাড়া লকস্ক্রিনটি অ্যাপগুলো এড লোড করে থাকে। তাই ফোনে আলাদা কোনো ব্যাটারি অ্যাপ ব্যবহার করা অনুচিত।