‘গ্যালাক্সি এ৭’ তিন ক্যামেরার ফোন বাজারে ছারার পরই, চার ক্যামেরার স্মার্টফোন নিয়ে নিয়ে আসছে স্যামসাং। গ্যালাক্সি এ৯ নামে ফোনটিতে রয়েছে কোয়াট লেন্স ক্যামেরা সিস্টেম, যা বিশ্বে এবারই প্রথম। ফোনটির চার ক্যামেরায় রয়েছে সর্বমোট ৪৭ মেগাপিক্সেল । যার মূল ক্যামেরায় রয়েছে ২৪ মেগাপিক্সেল, অ্যাপাচার এফ ১.৭। দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে টেলিফটো। এফ ২.৪ অ্যাপারচারের ১০ মেগাপিক্সেলের সঙ্গে থাকছে সেন্সর। ২এক্স জুম করতে সক্ষম হবে এটি। আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে ৮ মেগাপিক্সেল, যা ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে ছবি তুলতে সক্ষম হবে। একই সঙ্গে এটি দিয়ে অ্যাকশন ক্যামেরার কাজ করা যাবে। ডেপথ ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল। এতে থাকছে এফ২.২ অ্যাপারচার। ছবি তোলার ক্ষেত্রে গ্রাহক ভিন্ন ভিন্ন লেন্স বাছাই করতে পারবেন। প্রতিটি লেন্সের নির্দিষ্ট কিছু ফিচার রয়েছে। এই ফিচারগুলোর সুবিধা নিতেই পছন্দ মতো লেন্স বদল করতে পারবেন গ্রাহক। গ্যালাক্সি এ৯-এ রয়েছে ৬.৩ সুপার অ্যামুলেট ইনফিনিটি ডিসপ্লে। আর ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রাখা হয়েছে ডিভাইসটিতে। ২.২ গিগাহার্টিজ অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ১০৮০X২২২০ পিক্সেল। অ্যাসেপক্ট রেশিও ১৮:৫:৯। দুটি ভিন্ন সংস্করণ ৬ জিবি ও ৮ জিবি র্যামে আসবে ফোনটি। যাতে পাওয়া যাবে ১২৮ জিবি রম। চাইলে সেটি মাইক্রো এসডিতে বাড়িয়ে ৫১২ জিবি পর্যন্ত করা যাবে। ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিওতে। পাওয়া যাবে স্টক অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা। এ৯ মডেলে গ্যালাক্সি নোট ৯-এর চেয়ে বেশি শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। এর ব্যাটারি থাকছে ৩৮০০ মিলি অ্যাম্পিয়ার। অন্যান্য সুবিধার মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিক্সবি, লেনদেন সেবা স্যামসাং পে এবং ফিটনেস ট্র্যাকার স্যামসাং হেলথ রয়েছে স্মার্টফোনটিতে। কেভিয়ার ব্ল্যাক, লেমোনেড ব্লু এবং বাবলগাম পিঙ্ক এই তিন রঙে পাওয়া যাবে ফোনটি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের নভেম্বরে বাজারে আসবে নতুন এই স্মার্টফোনটি।
Related Projects
টিকটকে নিরাপদ থাকার ১০ ইন-অ্যাপ ফিচার
- October 28, 2024
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রিয় প্ল্যাটফর্মটি কাজ করে যাচ্ছে
ঢাবি শিক্ষার্থীদের রিজেন্সির স্বীকৃতি
- October 6, 2024
শিক্ষার্থীদের থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল-- উভয় বিভাগেই প্রশিক্ষণ দেওয়ার এই উদ্যোগ ঢাকা রিজেন্সি এবং রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট (আরএইচটিআই)-এর মাধ্যমে যৌথভাবে পরিচালিত হয়