হাইলাইটার ব্যবহারের কেতা বছর পুরোনো। তাই নিয়মটা হয়তো জানা সবারই। তবে বাড়তি কিছু কৌশল জানা থাকলে আপনিও পেতে পারেন প্রফেশনালদের মতো হাইলাইটেড স্কিন। গডেস লাইক গ্লোর জন্য।
বেজ বিউটিফুল: শিশিরসিক্ত ত্বক চান লুকে। হাইলাইটার দিয়ে করে নেওয়া সম্ভব। প্রথমে পাউডার হাইলাইটার নিন। সঙ্গে মিশিয়ে নিন পরিমাণমতো লিকুইড হাইলাইটার। মিশ্রণটি ভালো করে পুরো মুখে মাখিয়ে নিন। এর ওপর দিন পছন্দসই ফাউন্ডেশন। ভালো করে ব্লেন্ড করে নিন ত্বকে। এন্ড শাইন ব্রাইট লাইক আ ডায়মন্ড।
কলারবোন ক্রেজ: কলারবোনকে আরও বেশি দৃষ্টিগোচর করে তুলতে হাইলাইটারের ব্যবহারই যথেষ্ট। ব্রাশ দিয়ে হাইলাইটার মাখিয়ে নিন কলারবোনে। কাঁধ খোলা পোশাক পরলে কাঁধে ব্রাশ করে নিন হাইলাইটার।
ফুলার লিপ: ফুলার লিপ লুকের জন্য ঠোঁটের কিউপিডস ব্রোতে হাইলাইটার মাখিয়ে নিন। তারপর লিপলাইনার দিয়ে ইনার লিপ আউটলাইন করে নিন। কনট্যুরও করতে হবে ঠোঁটে। তারপর লিপস্টিক মাখিয়ে নিন পছন্দ অনুসারে। সবশেষে ঠোঁটের মাঝের অংশে হাইলাইটার মাখুন। ঠোঁট পাবে ফুলার ইফেক্ট।
ডার্ক সার্কেল ঢাকতে: এর জন্য তো কনসিলারই যথেষ্ট। কিন্তু সামান্য লিকুইড হাইলাইটার মিশিয়ে নিন কনসিলারের সঙ্গে। তারপর মাখিয়ে নিন ডার্ক সার্কেলের ওপর। ডার্ক সার্কেল তো ঢাকবেই, আরও সজীব সতেজ দেখাবে চেহারা।