হালের ফ্যাশনের সঙ্গে স্ট্রিট স্টাইলকে যূথবদ্ধ করেছে সাম্প্রতিক সময়ের স্নিকারগুলো। সেসব দেখতে যেমন হালকা, পরতেও বেশ আরামদায়ক। তবে কিছু মানুষ এখনো খুঁজে বেড়ান ভারী, জাঁকজমক স্নিকার। কেউবা তাদের পছন্দের তালিকায় রেখেছেন হাতে বোনা কাপড়ের তৈরি স্পোর্টিং স্নিকার।
স্নিকারের বাজারে গুচির নামডাক আছে। এ ব্র্যান্ড এবার বাজারে এনেছে সেগা স্নিকার। অবশ্য যারা খুব হালকা নকশাদার অথবা স্পোর্টিং স্নিকার পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য নয় সেগা স্নিকারগুলো। কেননা এ স্নিকারগুলো বেশ ভারী ও নকশাদার। বিশেষ এ স্নিকারে জুড়ে দেওয়া হয়েছে দামি রত্ন পাথর। যদিও সরাসরি জুতায় সেঁটে দেওয়া হয়নি, আলাদা লেইস তৈরি করা হয়েছে দামি রত্ন বসিয়ে। লেইস জুড়ে দেওয়া হয়েছে জুতার ওপর।
তবে জুতা পায়ে পরে আরামের হেরফের হবে না। শতভাগ আরামের কথা ভেবেই তৈরি করা হয়েছে সেগা স্নিকারগুলো। ব্যবহার করা হয়েছে চামড়া।
মোট ছয়টি ভিন্ন রঙে বাজারে এসেছে সেগা স্নিকারগুলো। গুচির সেগা স্নিকারগুলো থেকে এক জোড়া কিনতে চাইলে গুনতে হবে ১ হাজার ৪০০ ডলার। তাই কেনার আগে আরও একবার জেনে নেওয়া ভালো যে গৎবাঁধা ফ্যাশনের বাইরে গিয়ে আসলেই কতটা আপন করে নিতে পারবেন বিশেষ এ সেগা স্নিকার।