ঈদের রেশ কাটেনি এখনো। এরই মধ্যে শুরু হয়ে গেছে কর্মব্যস্ততা। এদিকে আবহাওয়ায় তাপদাহের দাপট।
এমন সময়ে চাই আরামদায়ক পোশাক। হালকা ফেব্রিক, ব্রিদাবেল টেক্সচার এ সময়টাতে স্বস্তি এনে দেয়। বাংলাদেশি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড লোভিয়া এই বিষয়কেই গুরুত্ব দিয়েছে নতুন আয়োজনে। গ্রীষ্মের জন্যে উপযোগী করে প্রস্তুত করেছে পোশাক। ফেব্রিক বাছাই থেকে শুরু করে নকশা, সবেতেই দেখা গিয়েছে এই প্রচেষ্টা। আবার, রং নির্বাচনেও মুন্সিয়ানা দেখিয়েছেন ডিজাইনার ও উদ্যোক্তা সাদিয়া রশিদ চৌধুরী।
এমন পোশাক কিনতে চাইলে ঘুরে আসতে পারেন লোভিয়ার ফেসবুক পেইজ থেকে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: লোভিয়া’র সৌজন্যে