আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিজেদের অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য দারুণ সব অফার নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানি ও অতিথি আপ্যায়নের প্রস্তুতির সময়ে কেনাকাটাকে আরও সাশ্রয়ী করে তুলতে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্ব করেছে বাংলালিংক। সিঙ্গার, ইলেকট্রোমার্ট, বাটারফ্লাই, ওয়ালটন প্লাজা, যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এবং এম.কে. ইলেকট্রনিকসের মতাে জনপ্রিয় সব ব্র্যান্ড থেকে ফ্রিজ ও টেলিভিশনের মতো প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কেনায় অরেঞ্জ ক্লাবের মেম্বাররা এখন উপভোগ করবেন সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত ছাড়। সীমিত সময়ের জন্য দেওয়া অফারগুলো এক্সক্লুসিভ ডিসকাউন্ট কোডের মাধ্যমে উপভোগ করা যাবে, যা ঈদের কেনাকাটাকে করবে দুশ্চিন্তামুক্ত।
অরেঞ্জ ক্লাবের মেম্বাররা যেন ঝামেলামুক্ত হয়ে কোরবানির প্রস্তুতি নিতে পারেন, তাই বিভিন্ন অ্যাগ্রো ব্র্যান্ডের সঙ্গেও অংশীদারত্ব করেছে বাংলালিংক। এর ফলে, এসব ব্র্যান্ডের কাছ থেকে সেবা গ্রহণে অরেঞ্জ ক্লাব মেম্বাররা পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রয়াস অ্যাগ্রো ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, বগুড়া ও জামালপুরে দেবে বিনামূল্যে পশু ডেলিভারি, পশুখাদ্য ও ছাড়কৃত পশু কোরবানি সেবা। আর ঢাকায় যারা শুদ্ধ খামার থেকে পশু কিনবেন, তারা উপভোগ করবেন ফ্রি হোম ডেলিভারি, বিনামূল্যে পশুখাদ্য এবং অন্যান্য বিশেষ সুবিধা।
এ ছাড়াও, অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য থাকছে সহজ শর্তে পেমেন্ট সুবিধা, হোম ডেলিভারি এবং অতিরিক্ত বিভিন্ন ঈদ অফার।
বাংলালিংকের ডিরেক্টর অব মার্কেটিং অপারেশনস মেহেদী আল আমীন বলেন, ‘ঈদুল আজহা আত্মত্যাগ, একতা ও উদারতার বার্তা নিয়ে আসে। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের ঈদের প্রস্তুতি আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে চাই; যেন তারা তাদের প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারেন। বাসায় কোরবানির পশু পৌঁছে দেওয়া থেকে শুরু করে গ্রাহকেরা যেন বাসাকে নতুন করে তুলতে পারেন, এ জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে আমাদের বিশ্বস্ত গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করেছি।’
অর্থবহ অংশীদারত্ব ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের মাধ্যমে গ্রাহকদের জীবনকে আরও সহজ ও উপভোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক।
- ক্যানভাস অনলাইন
ছবি: বাংলালিংক-এর সৌজন্যে

