সম্প্রতি একটি আলোচনা অনুষ্ঠানে বর্তমান সময়ের ফ্যাশন বাজারে ওপেন মার্কেট পলিসি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকজন উদ্যোক্তা। উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার হুমায়রা খানসহ অনেকে।
দীর্ঘদিন ধরে ডিজাইনার লেবেল নিয়ে অভিজ্ঞ হুমায়রা খানের বক্তব্য থেকে জানা যায়, বাংলাদেশের নিজস্ব ফ্যাশন নিয়ে তারা বুটিক কালচার গড়ে তুলেছেন। কর্মসংস্থানের ব্যবস্থা করছেন এবং নিজেদের পরিচয় বিশ্ববাজারে তুলে ধরতে ভূমিকা রেখেছেন। কিন্তু সংকটপূর্ণ অবস্থায় তাদের প্রতিযোগিতা করতে হচ্ছে পাকিস্থান, ভারত ও চীনের সঙ্গে।
রপ্তানির ক্ষেত্রে উচ্চমূল্যের ট্যাক্সের পাশাপাশি তারা অভ্যন্তরীণ বাজারেও সংকটের শিকার হচ্ছেন। এই উদ্বেগের কারণগুলোর মধ্যে আছে বিদেশি পণ্যের অবাধ বিক্রি, মুনাফা কমে যাওয়া, সুদের হার বৃদ্ধি, উপকরণের ঘাটতি এবং প্রতিযোগিতামূলক বাজারের মুখোমুখি হওয়া।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

