skip to Main Content
কালে কালে হ্যালোইনে হেইডি বিস্ময়

হেইডি ক্লুম। জার্মান-আমেরিকান মডেল, টেলিভিশন পারসোনালিটি, অভিনেত্রী, প্রডিউসার ও বিজনেস ওম্যান। ভিক্টোরিয়া’স সিক্রেট অ্যাঞ্জেল হওয়া প্রথম জার্মান মডেলও তিনিই। হ্যালোইন এলেই তাকে নিয়ে চর্চা বেড়ে যায় কয়েকগুণ। কারণ, আজব স্পুকি কস্টিউমে তার হাজিরা। যার ফলে তার ডাকনামই হয়ে গেছে ‘হ্যালোইন কুইন’। এবারও সবচেয়ে আলোচিত হ্যালোইন কস্টিউম তারই।

হেইডি ক্লুম

গেল ২৫ বছরের হ্যালোইনে তাকে নিয়মিত দেখা গেছে কস্টিউমে বাজিমাৎ করতে। সেখান থেকে বাছাইকৃত ১০টিতে চোখ বোলানো যাক, ভোগ অ্যারাবিয়ার সৌজন্যে।

২০০১। ছবি: পিএ ফটোস

২ ০ ০ ১

একটি সাদা ক্যাটস্যুট এবং একটি ব্লন্ড উইগ পরে, লেডি গভিডা সাজে হ্যালোইন পার্টিতে হেইডি ক্লুম। এই পার্টিতে তিনি হাজির হয়েছিলেন ঘোড়ায় চড়ে। এই নাটকীয় আবির্ভাবের মধ্য দিয়েই ‘হ্যালোইন কুইন’ হিসেবে আলোচিত ক্যারিয়ার শুরু তার।

২০০৩। ছবি: গেটি ইমেজ

২ ০ ০ ৩

স্পেস বুট আর প্রচুর পরিমান গোল্ড বডি পেইন্টে সজ্জিত হয়ে, অ্যালিয়েন প্রাণীত আউটফিটে হেইডি।

২০০৫। ছবি: গেটি ইমেজ

২ ০ ০ ৫

থাই-হাই বুট, ট্রাম্বলিং কার্ল উইগ আর ব্লিডিং হার্টে সজ্জিত হয়ে, ভ্যাম্পায়ার কস্টিউমে তিনি।

২০০৭। ছবি: গেটি ইমেজ

২ ০ ০ ৭

এবার তার সাজ তুলনামূলক সাদামাটা; স্রেফ একটি ক্যাট কস্টিউমেই সম্পন্ন।

২০০৯। ছবি: গেটি ইমেজ

২ ০ ০ ৯

একটি ফেদার্ড ক্রো কস্টিউমে তিনি; তাতে যুক্ত একটি ভয় ছড়ানো ঠোঁট। নিজের ২০০৯ সালের বার্ষিক হ্যালোইন পার্টিতে এমন আউটফিটই বেছে নিয়েছিলেন।

২০১৪। ছবি: গেটি ইমেজ

২ ০ ১ ৪

এই সুপারমডেল এবার নিজেকে রূপান্তরিত করেছিলেন একটি অতিকায় প্রজাপতিতে; রংধনুরঙা বডি স্যুট, উইগ আর বডি পেইন্টের সমাহারে।

২০১৭। ছবি: ভোগ অ্যারাবিয়ার সৌজন্যে

২ ০ ১ ৭

মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’-যুগের ছাপ পড়েছিল হেইডির এ কস্টিউমে।

২০২১। ছবি: ইনস্টাগ্রাম/হেইডি ক্লুম

২ ০ ২ ১

সমাধি ফলকে নিজের ও স্বামীর নাম এবং আমৃত্যু একসঙ্গে থাকার বার্তা লিখে, তার ওপর শুয়ে পোজ দিয়েছিলেন তিনি।

২০২৩। ছবি: গেটি ইমেজ

২ ০ ২ ৩

অতিকায় ময়ূরের সাজে তিনি; তাতে তাকে সঙ্গ দিয়েছেন কানাডিয়ান বিনোদন কোম্পানি সার্ক দু সলেই’র কয়েক সদস্য।

২০২৫। ছবি: নিউইয়র্ক টাইমস

২ ০ ২ ৫

এবার তিনি সেজেছিলেন অতিকায় সাপ।

  • ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top