বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) থেকে রাজধানীর লো মেরিডিয়েন ঢাকায় শুরু হয়েছে দশ দিনের গ্রিক ফুড ফেস্টিভ্যাল। ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) সঙ্গে হোটেলটির যৌথ আয়োজনে। তাতে জে ডাব্লিউ ম্যারিয়ট ক্রিট রিসোর্ট অ্যান্ড স্পা থেকে বিশেষ উপস্থিতিতে থাকছেন গেস্ট শেফ আইওআনিস জিওরগাকাকিস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ফেস্টিভ্যালের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন লো মেরিডিয়েন ঢাকার জেনারেল ম্যানেজার কনস্টান্টিনোস এস. গ্যাভ্রিয়েল, ইস্টার্ন ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, রিটেইল ও এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার, শেফ আইওআনিস জিওরগাকাকিস এবং বাংলাদেশে গ্রিসের অনারারি কনসুল জেনারেল ও প্রাক্তন বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান।
আয়োজনটি রয়েছে গ্রিক সালাদ ও মেজে, হট অ্যাপেটাইজার, মেইন কোর্সের পাশাপাশি অসাধারণ ঐতিহ্যবাহী গ্রিক ডেজার্ট, যা দেবে এজিয়ানের অথেন্টিক স্বাদ।

‘সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে গ্রিক কুজিন নতুন রূপে জনপ্রিয়তা পেয়েছে। ঢাকার মতো প্রাণবন্ত শহরে বিশ্বমানের গ্রিক কুজিন উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত,’ বলেছেন মি. কনস্টান্টিনোস এস. গ্যাভ্রিয়েল।

লো মেরিডিয়েন ঢাকার সিগনেচার বুফে রেস্টুরেন্ট লেটেস্ট রেসিপিতে এই ফেস্টিভ্যাল চলবে ১৫ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা। গ্রিক-থিমড ডেকর, অতিথি শেফের একটি কিউরেটেড রেসিপি কার্ড এবং ৮,৯৫০ টাকা (নেট) মূল্যের বুফে– সবমিলিয়ে এই ফেস্টিভ্যাল মেডিটেরেনিয়ান কুজিনের দারুণ উদযাপন। তাতে ইবিএল সিলেক্টিভ কার্ডহোল্ডারস পাচ্ছেন এক্সক্লুসিভ বাই ১ গেট ৩ অফার; আর বিশটিরও বেশি ব্যাংক পার্টনারের কার্ডহোল্ডারদের জন্য রয়েছে বাই ১ গেট ২। বিস্তারিত তথ্যের জন্য ফোন করতে পারেন +৮৮০১৭৬৬৬৭৩৪৪৩ ও +৮৮০১৯৬৬৬৬০০৯০ নম্বরে।
- ক্যানভাস অনলাইন
ছবি: লো মেরিডিয়েন ঢাকা’র সৌজন্যে

