‘চুল পাকিলেই লোকে হয় না বুড়ো’। তবু পাকা চুল নিয়ে আফসোসের সীমা থাকে না। অনেকে আবার পাকা চুলে কৃত্রিম হেয়ার কালার ব্যবহার করতে চান না। তাই বলে কি বাকিটা জীবন পাকা চুল নিয়েই কাটিয়ে দিতে হবে। মোটেও না। বরং একটি মিরাকেল ড্রিংক পারে কালো ঝলমলে চুল ফেরত দিতে। খাবার খাওয়ার আগে দৈনিক তিন থেকে চারবার এক চা-চামচ করে ‘মিরাকেল ড্রিংক’ খেলে মাস তিনেকের মধ্যেই ভালো ফল পাবেন। সাদা চুলগুলো প্রাকৃতিকভাবেই কালো হয়ে যাবে। চলুন, জেনে নিই কীভাবে তৈরি করতে হবে চুল কালো রাখার ‘মিরাকেল ড্রিংক’।
প্রয়োজনীয় উপকরণ: পাঁচটি পাতিলেবু, পাঁচটি রসুন, এক কাপ মধু এবং এক কাপ ফ্ল্যাক্স সিডের তেল।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন। লেবুর খোসা না ছাড়ালেও সমস্যা নেই। মিশ্রণটি ঘন হয়ে এলে তা একটি কাচের পাত্রে ঢেলে রাখুন। তারপর দিনে তিন থেকে চারবার এক চা-চামচ করে খাওয়ার আগে খান। টানা তিন মাস এভাবে খেতে থাকুন, তাহলেই কাজ হবে।