স্ট্রেইটনিং কিংবা রিবন্ডিংয়ের মতো কেমিক্যাল হিট ট্রিটমেন্ট ছাড়াই পেতে পারেন সটান সোজা চুল। হেয়ার স্ট্রেইটনিং প্যাক ব্যাবহারে। সহজে তৈরি করা যায় বাসায় বসেই। নিয়মিত চুলে মাখলে তফাতটাও চোখে পড়ে কম সময়ের মধ্যেই। স্ট্রেইটনিংয়ে প্যাক তৈরিতে লাগে গুটি কয়েক উপকরণ। দরকার পড়বে চালের গুঁড়া, মুলতানি মাটি আর অ্যালোভেরা জেল। প্রথমে একটি পাত্রে পাঁচ টেবিল চামচ চালের গুঁড়া নিন। এতে সমপরিমাণ মুলতানি মাটি মিশিয়ে নিন। সঙ্গে মেশান চার টেবিল চামচ অ্যালোভেরা জেল। তবে হাতের কোছে অ্যালোভেরা জেল না থাকলে ডিমের সাদা অংশও মিশিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে দুটো ডিমের সাদা অংশ প্রয়োজন হবে। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাখার আগে চুল পরিষ্কার করে নিন। তারপর ভালো করে আঁচড়ে নিতে হবে। ছোট ছোট ভাগ করে নিয়ে মিশ্রণটা মেখে নিতে হবে চুলে। অপেক্ষা করুন নির্দিষ্ট সময় পর্যন্ত। মিনিট বিশেক রেখে চুল পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুবার করে এ মিশ্রণ ব্যবহার করে দেখুন মাসখানেক। চুল সোজা হতে বাধ্য। হেয়ার প্যাকের উপাদানের পরিমাণ কম-বেশি হতে পারে চুলের দৈর্ঘ্যর ওপর নিভর করে।
Related Projects
কিউরিয়াস-এর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
- March 27, 2021
দেশব্যাপী বিভিন্ন আয়োজনে উদ্যাপিত হচ্ছে…
ইভি চার্জিং স্টেশন স্থাপনে জেনেক্স-রানার সমঝোতা
- January 17, 2024
জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড চলতি বছরের মার্চের মধ্যে রাজধানী ঢাকা ও বিভিন্ন জাতীয় মহাসড়কে ১০টি চার্জিং স্টেশন স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে