অস্ট্রেলিয়ার বিখ্যাত জুতার ব্র্যান্ড বাই ফার এই প্রথম তৈরি করেছে হ্যান্ডব্যাগ। পাওয়া যাবে সেপ্টেম্বরে। বাই ফারস ডট কম এবং নেট-এ-পোর্টারে। এটি খুব চিত্তাকর্ষক, ছোট ও নস্টালজিক। দীর্ঘদিন ধরে এই ব্যাগের জন্য একটি প্রেরণামূলক নাম খোঁজা হচ্ছিল। অবশেষে এর নাম দেয়া হলো প্যাটেন্ট লেদার ব্যাগেট। ব্যাগটি দেখে যে কারোরই মনে পড়বে র্যাচেল গ্রিনের কথা। নব্বই দশকের ফ্রেন্ডস সিরিজে র্যাচেলের সঙ্গে ছিল ব্যাগেট। মূলত ওই সময়ে প্রচারিত ফ্রেন্ডস সিরিজের এই চরিত্র থেকে ব্যাগটির নামকরণ হয়েছে। প্যাটেন্ট লেদার ব্যাগেট সন্ধ্যার যেকোনো পার্টিতে ক্রেডিট কার্ড, ফোন, লিপস্টিক বহনের জন্য উপযুক্ত। দাম ৩০০-৬০০ ডলার।
Related Projects
সালমা আদিল ফাউন্ডেশনের শিক্ষা সহায়ক কর্মসূচি
- November 21, 2023
সালমা আদিল ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য শিক্ষা, সমাজসেবা এবং মানবিক কার্যক্রম নিয়ে কাজ করে
গুগল ক্লাউড পার্টনার অ্যাডভান্টেজে রেডিংটন
- July 3, 2024
প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক এই সহযোগিতার লক্ষ্য হলো, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থাকে ডিজিটাল ট্রান্সফরমেশন, স্ট্রিমলাইন অপারেশন এবং তাদের নতুন উদ্ভাবনগুলোর প্রচার কাজে সুবিধা প্রদান করে শক্তিশালী করে তোলা