skip to Main Content
ঈদের কেনাকাটায় ক্যাটস আই-এর বিশেষ ছাড়

হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই খুশির ঈদ। বাঙালির গুরুত্বপূর্ণ সামাজিক এই উৎসবকে স্বাগত জানাতে প্রস্তুত সবাই। তাই জমে উঠেছে ঈদের বাজার, ঈদের কেনাকাটা। ঈদের এই কেনাকাটাকে আরও বেশি করে ফেস্টিভ আকার দিতে বা উৎসবমুখর করে তুলতে ‘ক্যাটস আই’ আগেই ঘোষণা করেছিল, অনলাইনে এবং স্টোরে ঈদের কেনাকাটায় স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। ই-কমার্সভিত্তিক শপিংয়ে সর্বোচ্চ ৬০ ভাগ ছাড়ের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছিল ‘ক্যাটস আই’-এর পক্ষ থেকে। সেই মতো ডিসকাউন্ট অফারে জমে উঠেছে ক্যাটস আই’ থেকে নানা প্রজন্মের নারী-পুরুষের ঈদের পোশাক কেনাকাটা।
অনলাইনে ঈদের যেকোনো কালেকশনের ক্ষেত্রে ১০ ভাগ ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অনলাইন ক্রেতাদের জন্য হোম ডেলিভারির সুবিধা রয়েছে। রবির টেলিকম গ্রাহকদের জন্য ‘ক্যাটস আই’ ন্যূনতম ২০ ভাগ ছাড়ের ব্যবস্থা রেখেছে।
অনলাইন ভার্চুয়াল স্টোর বিষয়ে ‘ক্যাটস আই’-এর পরিচালক রিয়াদ সিদ্দিকী বলেন, ‘তরুণ প্রজন্মের মধ্যে ই-কমার্সভিত্তিক কেনাকাটার প্রবণতা বাড়ছে। তারই অংশ হিসেবে আমরা আমাদের পণ্যের অনলাইন মার্কেটিং বা অনলাইন বিপণন প্রচারের ওপর জোর দিয়েছি। এ জন্য ক্যাটস আই অনলাইনের অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি মূল্যের ছাড়সহ আরও বেশ কিছু অফার এনেছে। ক্যাটস আইয়ে কী কী পাওয়া যাবে তার বিস্তারিত বিবরণসহ পণ্যের উপস্থাপনা রয়েছে ফেসবুকে। ঈদে পছন্দমতো নতুন কালেকশন কেনাকাটা করা যাবে ভ্যাট ছাড়াই ১০ ভাগ কম দামে। তবে ক্যাটস আই স্টোরে সেই সুযোগ থাকছে না। ক্যাটস আই স্টোরে রবি টেলিকম গ্রাহকসহ নির্ধারিত ব্যাংকের কার্ডে রয়েছে ১৫ ভাগ মূল্যছাড়ের সুবিধা।’
উল্লেখ্য, এবারের ঈদে ক্যাটস আইতে আনা হয়েছে ফেব্রিক ডিজাইন বৈচিত্র্যের প্রবীণ ও নতুন প্রজন্মের পোশাক। এ ক্ষেত্রে ঈদের কথা মাথায় রেখে দুই প্রজন্মের মধ্যেই পোশাকে সামঞ্জস্য রাখা হয়েছে। যেমন, বাবা ও ছেলের একই ধরনের পোশাক। বিশেষ ডিজাইনের ম্যান্ডারিন ভেস্ট, নেকলাইন ভিন্নতায় শেরওয়ানি কাটের পাঞ্জাবি, মেয়েদের প্যাটার্ন বৈচিত্র্যের সিঙ্গেল কামিজ ও টপস। নির্ধারিত কিছ স্টোরে মাত্র ৪৯৯ টাকায় মিলবে নানা বয়সী শিশুদের জন্য ঈদের পোশাক। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, রাজশাহী, সিলেট, কক্সবাজার, বগুড়া ও বরিশালের স্টোরগুলো ছাড়াও বাড়িতে ও বাসায় বসেই উৎসবের কেনাকাটা করা যায় অনলাইনে।
অনলাইনে কেনাকাটার ঠিকানা, www.catseye.com.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top