skip to Main Content
জুরহেম ফল-উইন্টার কালেকশন উন্মোচন প্যারিসে

বাংলাদেশি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জুরহেম তাদের ফল-উইন্টার সংগ্রহ প্রথমবারের মতো প্যারিসের ফ্রান্সে উন্মোচন করতে যাচ্ছে। প্যারিস ফ্যাশন উইকের অংশ হিসেবে এই আয়োজন অনুষ্ঠিত হবে। উদ্যোগ গ্রহণ করেছে হাউজ অব ভনডুম।

জুরহেম-এর পক্ষ থেকে ব্র্যান্ডটির ডিজাইনার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর মেহেরুজ মুনীর জানান, ‘প্যারিসে প্রথমবারের মতো প্রদর্শিত হবে আমাদের ফল-উইন্টার কালেকশন। এই সংকলন তৈরিতে থিম হিসেবে আমি বেছে নিয়েছিলাম সূর্য। মহাবিশ্বের এই উপাদানকে ঘিরেই সম্পন্ন করেছি নকশা। কাটিং, মোটিফ– সবখানেই পাওয়া যাবে এর খোঁজ। রং বাছাইয়ের ক্ষেত্রে পৃথিবীকে ঘিরে সূর্যের প্রদক্ষিণকে উপজীব্য করেছি। কালার প্যালেট শুরু হয়েছে সাদা থেকে। যা দিনের একদম প্রথম ভাগের তাপহীন আলোকে বোঝায়। এরপরে সাদা রং এর জায়গায় আসে সোনালি। তপ্ত দুপুরকে প্রকাশের চেষ্টায় এই সিদ্ধান্ত। সেখান থেকে গাঢ় সবুজের আগমন। যা প্রকাশ করেছে প্রকৃতিকে। সবুজের এই দৃপ্ততা থেকে ধীরে ধীরে কালো এসে জায়গা করে নেয়।’

তিনি আরও বলেন, ‘এই কালেকশনে মোট ২০টি ড্রেস আছে। যার ১৫টি ছেলেদের জন্যে, আর ৫ টি মেয়েদের জন্যে। হাতের কাজের মাধ্যমে অলংকরণ সম্পন্ন করা হয়েছে।’ মেহেরুজের মাধ্যমে জানা যায়, বাংলাদেশের ক্র্যাফটম্যানশিপকে বিশ্বের বাজারে তুলে আনার লক্ষ্যেই তার এই প্রয়াস।

২০১৫ সালে প্রতিষ্ঠিত জুরহেম দ্রুতই বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। ক্রিয়েটিভ ডিরেক্টর ও স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার মেহরুজ মুনীরের দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে, ব্র্যান্ডটি বাংলাদেশে হাই-এন্ড ফ্যাশনের সংজ্ঞা নতুনভাবে গড়ে তুলেছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছে তার সাহসী ডিজাইন ও নিখুঁত কারিগরির জন্য।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top