মোগল ইতিহাসে গুরুত্বপূর্ণ চরিত্র দারা শিকোহ। শাহজাহান ও মমতাজের বড় ছেলে দারা শিকোহ ছিলেন একজন বহুত্ববাদী, শিল্পমনস্ক ব্যক্তি। উপনিষদ ও কোরআনের ভাবের মধ্যে মেলবন্ধন করতে চেয়েছিলেন, তাঁর পৃষ্ঠপোষকতায় শিল্পকলা চর্চার প্রসার ঘটেছিল, তৈরি হয়েছিল অসংখ্য গ্রন্থাগার। কিন্তু সাম্রাজ্য আর সম্পত্তির কারণে নিজের ভাই জাহাঙ্গীরের দ্বারা তাঁর হত্যার বিষয়টি ছিল ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায়। রাজ্য ও সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করার জন্য বহুত্ববাদী দারা শিকোহকে নাস্তিক বলেও অভিহিত করেছিলেন জাহাঙ্গীর।
ইতিহাসের এই বর্ণময় ও ট্র্যাজিক চরিত্র দারা শিকোহর ভূমিকায় এবার দেখা যাবে রণবীর সিংকে। ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর পর এপিক কোনো ছবিতে দেখা যাবে রণবীরকে। করণ জোহরের ছবি ‘তখত’-এ দারা শিকোহর ভূমিকায় অভিনয় করছেন রণবীর।
রণবীর জানিয়েছেন, দারা শিকোহর মতো বর্ণময় একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। পাশাপাশি করণ জোহরের সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে পেরেও তিনি ভীষণ খুশি।