ঢাকাই সিনেমার দর্শকনন্দিত নায়িকা পরীমনি। অভিনয়ের পাশাপাশি তাকে দেখা যায় সামাজিক কর্মকাণ্ডেও। ৬ অক্টোবর বেলা দুইটায় তার ফেসবুক টাইমলাইনে দেখা গেছে ভিন্ন কিছু চিত্র। দুস্থ শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সেই মুহূর্তের কিছু ছবি আপ করে ক্যাপশনে লিখেছেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।’
ঘটনার বিস্তারিত জানতে ক্যানভাস যোগাযোগ করেছিল তার সঙ্গে। জানা গেল, ‘ময়ূরাক্ষী’ নামের একটি সেবামূলক প্রতিষ্ঠানের আমন্ত্রণে সেখানে গিয়েছেন তিনি। ছিলেন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত। এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দে সময় কাটান তিনি। শিশুরা তাকে ছড়া, গান ও গজল শুনিয়েছে। শিশুদের জন্য গিফট নিয়ে গিয়েছিলেন পরীমনি।
চিত্রনায়িকা পরীমনি ক্যানভাসকে বলেন, ‘স্কুলে আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র উপহার দিয়েছি। পরে শিশুদের হাতে বই তুলে দিয়েছি। ওদের সঙ্গে দারুণ সময় কেটেছে।’
এর আগে কোরবানির ঈদে এফডিসির ‘এক্সট্রা’ শিল্পীদের জন্য কোরবানি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন পরীমনি। এ ছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত তিনি। আগামীতেও এসব কাজে নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছা রয়েছে তার।