ক্যানভাস ডেস্ক
সদ্য সমাপ্ত লন্ডন ফ্যাশন উইক স্প্রিং/সামার ২০২৩ [১৬–২০ সেপ্টেম্বর ২০২২] বিশেষ আলোচনায় ছিল ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ঘিরে। তার মৃত্যুতে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল এবারের আয়োজন। তবে শোক সামলিয়ে, রানির প্রতি যথাযথ সম্মান জানিয়ে শেষ পর্যন্ত সফলভাবেই সমাপ্তি ঘটেছে এর।
এবারের আসরে রানির প্রতি জানানো হয়েছে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। রানওয়ের প্রথম ১৮টি লুকসেই দেখা মিলেছে অল ব্ল্যাক উইডো’স উইডসের; তাতে হেভি লেস ভেইলের সঙ্গে ফেদার ও জুয়েলারির ছিল সামঞ্জস্যপূর্ণ হাজিরা।
তা ছাড়া তরুণ ডিজাইনার রিচার্ড কিন তার পুরো শো’ই নিবেদন করেছেন সদ্যপ্রয়াত রানির প্রতি। শোকার্ত লুকের পাশাপাশি, ব্রাইট মিনি ড্রেসে রং ও প্যাটার্নের প্রতি নিজ মুগ্ধতার প্রদর্শনীও অবশ্য ঘটিয়েছেন কিন। তাতেও ছিল সদ্য প্রয়াত রানির ছোঁয়া। দ্বিতীয় এলিজাবেথের বিখ্যাত কালারফুল আউটফিটগুলোর আধুনিক ও নিজস্ব প্রতিলিপি হাজির করেছেন এই ডিজাইনার।
বহুল চর্চিত লন্ডন ফ্যাশন উইকের নির্বাচিত কিছু লুকস ও মুহূর্তের ছবি রাখা হলো এখানে:
বাঁ থেকে– মাথায় ক্রাউন, পরনে অল ব্ল্যাক লুক টপড, সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি রিচার্ড কিনের ফিটিং ট্রিবিউট [ছবি: রিচার্ড কিন]; ফ্যাশন ডিজাইনার জে ডব্লিউ অ্যান্ডারসনের আদারওয়ার্ল্ডলি শেপ [ছবি: জে ডব্লিউ অ্যান্ডারসন]; হ্যারিস রিডের ড্রামাটিক গ্লামার [ছবি: হ্যারিস রিড]; ডেভিড কোমার আউটফিটে লেদার বুটের সঙ্গে ফেদারের মিশ্রণে গ্লামারের দ্যুতি [ছবি: ডেভিড কোমা]; শরীর ঢাকার দারুণ লুক তৈরিতে জে ডব্লিউ অ্যান্ডারসনের আরেকটি জাদুকরি নমুনা [ছবি: জে ডব্লিউ অ্যান্ডারসন]
বাঁ থেকে– স্প্রিং/সামার ২০২৩-এর জন্য এরডেমের ফ্র্যাগিল ফেমিনিটি [ছবি: এরডেম]; মাসল স্ট্রাকচার ফুটিয়ে তুলতে অ্যানাটমিতে ক্রিস্টোফার কেনের ডিপ-ডাইভ [ছবি: ক্রিস্টোফার কেন]; পোশাকের ভাঁজের অন্যতর মহিমা মলি গোডার্ডের ডিজাইনে [ছবি: এএফপি]; হাউস অব আইকনসের শোতে মুখ ঢেকে রাখার ড্রামাটিক কলারওয়ালা এই স্যুট ডিজাইনার সুজি বুকির সৃষ্টি [ছবি: গেটি ইমেজ]; সায়মন রোচার সৃষ্টিতে একটি মেনসওয়্যার লুক [ছবি সায়মন রোচা]
বাঁ থেকে– ব্রিটিশ ফ্যাশন হাউস হ্যালপার্নের আউটফিটে এক মডেলের ক্যাটওয়াক [ছবি: এএফপি]; ড্যানিয়েল ডব্লিউ ফ্লেচারের এলিগ্যান্ট টেইলরিং [ছবি: এএফপি]; রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি পল অ্যান্ড জো’র শ্রদ্ধাঞ্জলি [ছবি: এএফপি]
সূত্র: দ্য ন্যাশনাল