আমেরিকান পপস্টার কেটি পেরি। ফ্যাশন আইকন হিসেবেও সবার নজর কেড়েছেন। তার কালেকশনে স্থান পেয়েছে সুবাসিত স্যান্ডেল। নিজের ইনস্টাগ্রামে সামার কালেকশনের নতুন স্যান্ডেলের একটি ছবি দিয়ে লেখেন, রোদেলা দিনে হেঁটে চলুন কেটি পেরি কালেকশনের সুবাসিত নতুন স্যান্ডেলে। দ্য জেলি শিরোনামের এই কালেকশনে পাওয়া যাবে লাইম গ্রিন, লেমন ইয়েলো, স্ট্রবেরি রেড, বেরি পারপল, কমলা- এই পাঁচটি রঙের স্যান্ডেল। প্রতিটি স্যান্ডেলই আলাদা ফলের সুবাস ছড়াবে। এগুলো দেখতে অনেকটাই জেলির মতো। কেটি পেরির ভক্ত ও অনুসারীদের গ্রীষ্মের স্টাইল স্টেটমেন্টে আলাদা সুবাস ছড়াতে ইতিমধ্যে কেটি পেরি কালেকশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ফ্রুট সেন্টেড স্যান্ডেল।
Related Projects
মিস ইউনিভার্সে কলঙ্ক: অপমানে প্রতিযোগিতা ত্যাগ মিস মেক্সিকোর
- November 6, 2025
এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা
দেশীদশ-এ বর্ষায় মূল্যছাড়
- July 3, 2024
অন্তর্ভুক্ত রয়েছে ব্র্যান্ডগুলোর শাড়ি, পাঞ্জাবি, স্ট্রিচ ড্রেস, আনস্ট্রিচ ড্রেস, শার্ট, টি-শার্ট, টপস, কামিজসহ আরও অনেক সামগ্রী
ভালোবাসা দিবসে রেনেসাঁ
- February 13, 2024
থাকছে কাপল ডিনার বুফে, কাপল ফাইন ডাইনিং প্যাকেজ , ভ্যালেন্টাইন কম্ব এবং আরও অনেক কিছু

