প্রমাণিত। শুধু রঙই নয়, প্রায় সব লিপস্টিকেই কমবেশি সিসা থাকে। আর যদি নিখাদ তথ্যের ওপর ভরসা রাখেন, তাহলে মানতেই হবে, লিপস্টিকে উপস্থিত সিসা থেকে সত্যিই বিপদ হতে পারে। পৃথিবীজোড়া বিশেষজ্ঞ গবেষকদের কাছে সিসা অনেক আগে থেকেই গোলমেলে ধাতু। যে কারও সাংঘাতিক পেটে ব্যথার কারণ। এ ছাড়া গর্ভবতী নারীদের জন্যও সমস্যার কারণ। যা থেকে ভ্রূণেরও ক্ষতির আশঙ্কা থাকে। যাদের লিপস্টিকের ব্যবহার অনিয়ন্ত্রিত, তাদের কিডনিতে সহজেই সমস্যা দেখা দিতে পারে। যারা রোজ লিপস্টিক পরেন, দিনে ১০ বারের বেশি রিটাচ করেন, তাঁরা সতর্ক হোন। এর ফলে শরীরে সিসা জমতে থাকে। দীর্ঘদিন ধরে খুব সামান্য মাত্রাতেও বিপজ্জনক এ ধাতু শরীরে গেলেও নানা সমস্যা হয়। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, নিউরোটক্সিন এ ধাতু নার্ভাস সিস্টেমের জন্যও ক্ষতিকর। তাই লিপস্টিক বেছে নেয়ার সময় তো বটেই, মাখার সময়ও সতর্কতা জরুরি শতভাগ।
Related Projects
স্মার্টে স্বীকৃতি
- March 12, 2024
প্রাতিষ্ঠানিক কাজে বিশেষ অবদান রাখা কর্মীদের সম্মানিত করল দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড
ফেজমো’র যাত্রা শুরু
- May 12, 2024
ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য সহজলভ্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম