বিভিন্ন ব্র্যান্ডের কেক মিক্স কিনে এখন বাসায় বসেই তৈরি করে নেয়া যায় মজাদার সব কেক। কিন্তু অনেকেরই আক্ষেপ- বেকারির কেকের স্বাদ তাতে মেলে না। তবে এই সমস্যার সমাধান সম্ভব। সহজেই। প্রথমে বক্সের নির্দেশনা অনুযায়ী মাখিয়ে নিন ব্যাটার। তারপর এতে একটা কিংবা দুটো বাড়তি ডিম দিন। বক্সে তেল ব্যবহারের কথা লেখা থাকলে এর বদলে দিন মাখন। পরিমাণটা দ্বিগুণ করে দিলে স্বাদ আরও বাড়বে। পানির বদলে সমপরিমাণ দুধ ব্যবহার করুন কেকে। তারপর প্যাকেটের নির্দেশনা অনুযায়ী বেক করে নিন। বেকারির স্বাদ মিলবে শতভাগ।
Related Projects
ইন্ডালজেন্স থিমে লা রিভের ঈদ শো
- March 10, 2024
ঈদের মতো উৎসব ঘিরে জীবনের ছোট ছোট আনন্দে মগ্ন হওয়ার অনুভূতি রং, ডিজাইন ও প্যাটার্নে ফুটিয়ে তোলা হয়েছে এই কালেকশনে
সারিনায় চলছে ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন টেন ডেজ’
- August 14, 2022
ফাইভ স্টার হোটেল সারিনার সামারফিল্ড…