আপনি কীভাবে চুল শুকাচ্ছেন, এর ওপরও অনেকাংশে নির্ভর করে চুলের সুস্থতা ও সৌন্দর্য। কারণ, ভেজা অবস্থায় চুলের ক্ষতির আশঙ্কা বেশি। আর তা থেকে বাঁচাতেই অ্যাকুইটেক্স নামক একটি ব্র্র্যান্ড বাজারে এনেছে বিশেষ ধরনের তোয়ালে এবং টারবান। লাইটওয়েট ড্রাইং সিস্টেমে তৈরি এই তোয়ালেগুলো অন্য ফাইবারের তৈরি তোয়ালের এক-পঞ্চমাংশ সময়ে চুল শুকানোর কাজ সারে। ফ্রাকশন ফ্রি ফ্যাব্রিকে তৈরি হয় বলে এগুলো চুলের নেতিয়ে পড়া আর ভঙ্গুর ভাব কমিয়ে দেয় অনেকাংশে। পুনরুদ্ধার করে চুলের হারিয়ে যাওয়া কোমল ভাব আর উজ্জ্বলতা। শর্ট, মিডিয়াম, লং- চুলের দৈর্ঘ্যভেদে এই টাওয়েল মিলবে। দাম ৩০ থেকে ৫০ ডলারের মধ্যে।
Related Projects
ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শো: নতুন যত ‘অ্যাঞ্জেলে’ মাত রানওয়ে
- October 17, 2024
ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শো ২০১৪-এ ‘অ্যাঞ্জেল’ হিসেবে অভিষেক ঘটল কোন কোন নতুন মুখের?
তিন পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো
- September 28, 2025
তাপ নিঃসরণ (হিট ডিসিপেশন), নেটওয়ার্ক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ডিউরেবিলিটিতে শীর্ষ পারফরম্যান্সের জন্য আসন্ন ডিভাইসটিতে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে

