ইভেন্ট I প্রশান্তি প্রসূত
নাগরিক জীবনে শীতের বাতাস যখন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, ঠিক তখন প্রশান্তির খোঁজ
মেষ মুখরিত থাকবেন আজ। গুরুত্বপূর্ণ কিছু জানবেন। বৃষ যে ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছেন, তার একটা বিহিত হবে। মিথুন আকাশের ঠিকানায় চিঠি লিখতে হবে না, ঠিকানা খুঁজে পাবেন আজ। কর্কট ক্ষিপ্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। ধৈর্য ধরুন। সিংহ বাগাড়ম্বরতা পরিহার করে কাজটি সমাধা করার চেষ্টা করুন। সফল হবেন। কন্যা আজেবাজে কিছু মুহূর্তের মুখোমুখি হতে পারেন। শক্ত হাতে সামাল দিন। তুলা হাহাকার-জাগানিয়া একধরনের অনুভূতি হতে পারে। কান পেতে শুনুন হৃদয়ের কথা। বৃশ্চিক টনটন করবে মনটা। মনের কথাটা একটু শুনুন না হয় আজ। ধনু ভীত হলে চলবে না। সাহসী সিদ্ধান্ত আজ আপনাকেই নিতে হবে। মকর…